টাঙ্গাইলে আটক ২৮ শিবির নেতাকর্মীকে কারাগারে প্রেরণ
টাঙ্গাইল পৌরসভার ৮ নং ওয়ার্ডের সন্তোষ থেকে ছাত্রশিবিরের ২৮ নেতাকমীকে আটক করেছে টাঙ্গাইল মডেল থানা পুলিশ। রোববার রাতে সন্তোষ দক্ষিণ পাড়ার সেনানগর এলাকার মুক্তিযোদ্ধা হাফিজুর রহমানের মানহা ম্যানসন নামক ছাত্রাবাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।
এ সময় ছাত্রাবাস থেকে ১৩টি পেট্রল বোমা ও হাতবোমাসহ কয়েকটি জিহাদি বই উদ্ধার করে পুলিশ। আটক শিবির নেতাকর্মীদের সোমবার বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
সোমবার দুপুরে থানা কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে টাঙ্গাইল মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ভূইয়া জানান, কিছুদিন আগে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উস্কে দিয়ে বিদ্যুৎ বিভ্রাটের ঘটনাকে কেন্দ্র করে নাশকতা সৃষ্টির চেষ্টা চালায় আটকরা। তবে পুলিশের তৎপরতায় তা বন্ধ হয়।
তিনি আরও জানান, ফের নাশকতার চেষ্টায় রোববার রাতে সন্তোষ দক্ষিণ পাড়ার সেনানগর এলাকার মুক্তিযোদ্ধা হাফিজুর রহমানের মানহা ম্যানসন নামক ছাত্রাবাসে শিবিরের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে বর্তমান বিদ্যুৎ সমস্যাকে কেন্দ্র করে নাশকতা চালানোর পরিকল্পনা করছে- এমন সংবাদের ভিত্তিতে ছাত্রাবাসে তল্লাশি চালিয়ে ২৮ জন শিবিরের নেতাকর্মীকে আটক করা হয়। এ সময় ছাত্রাবাস থেকে পাঁচটি পেট্রল বোমা ও আটটি হাতবোমাসহ কয়েকটি জিহাদি বই উদ্ধার করা হয়। এ ঘটনায় টাঙ্গাইল মডেল থানায় একটি নিয়মিত মামলা হয়েছে।
আরিফ উর রহমান টগর/আরএআর/জেআইএম