শ্রীনগরে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ


প্রকাশিত: ০৩:৩৩ পিএম, ১৫ মে ২০১৫

মুন্সিগঞ্জের শ্রীনগরে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। শুক্রবার দিনব্যাপী উপজেলার কুকুটিয়া ইউনিয়নের পশ্চিম নাগরবাগ বায়তুল নাজাত জামে মসজিদ প্রাঙ্গণে এ ফ্রি হেলথ ক্যাম্প শুরু হয়।

নাগরবাগ জামে মসজিদের সভাপতি হাজী ইউনুফ কবীরের আয়োজনে এ বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়। ঢাকার ধানমন্ডী পপুলার ডায়াগনস্টিক সেন্টারের ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. এম এ সায়েমের তত্বাবধানে দিনব্যাপী এ ক্যাম্পে প্রায় এক হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দেয়া হয়।

এতে ডায়াবেটিস, মেডিসিন, শিশু, গাইনী, চক্ষু ও শল্যসহ বিভিন্ন রোগের চিকিৎসা দেন ঢাকার বিভিন্ন হাসপাতালের চিকিৎসকরা। এদের মধ্যে রয়েছেন ডা. জাহিদ বখশ, ডা. আব্দুল কাদের ডা. আনোয়ার, ডা. নিউটন, ডা. জাহিদুল ইসলাম খান, ডা. ফারজানা সুলতানা রাখি, ডা. রেশমা, ডা. নাসরিন প্রমুখ।

শেখ সাইদুর রহমান টুটুল/এসকেডি/একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।