শেরপুরে শিক্ষার্থীদের আইসিটি সচেতনতা বৃদ্ধিতে কর্মশালা


প্রকাশিত: ০১:৫০ পিএম, ১৬ মে ২০১৫

শেরপুরে শিক্ষার্থীদের মধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শনিবার দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিল ও বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) যৌথভাবে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় আনন্দ কম্পিউটার্সের প্রধান নির্বাহী তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ মোস্তাফা জব্বার, কম্পিউটার ও তার পরিচিতি এবং ব্যবহার, গ্রাফিক্স তৈরি ও সম্পাদনা, ইন্টারনেট ও তার ব্যবহার সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন। এসময় তিনি বলেন, বাংলাদেশে এখন নতুন পেশা আউটসোর্সিং। যা দিয়ে প্রতিমাসে ২৫/৩০ হাজার টাকা থেকে শুরু করে ৪/৫ লাখ টাকা উপার্জন করা যায়। ২০৪১ সালের মধ্যে সরকার জ্ঞানভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তাই নতুন প্রজন্মকে ডিজিটাল বাংলাদেশ গড়ার সৈনিক হতে হবে।

বাংলাদেশ কম্পিউটার সমিতির মহাসচিব নজরুল ইসলাম মিলনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন, পুলিশ সুপার মেহেদুল করিম, কর্মসূচী সমন্বয়কারী এ.টি.এম. শফিক উদ্দিন, সাবেক পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, ফেরদৌস ওয়াহিদ রনি প্রমুখ।

কর্মশালায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। কর্মশালার বিভিন্ন পর্বে ক্যুইজ বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।  

হাকিম বাবুল/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।