দুই জেলায় ট্রাকচাপায় প্রাণ গেল দু’জনের
পঞ্চগড় ও নাটোরে ট্রাকচাপায় ব্যাংক কর্মকর্তা ও এক ট্রাক হেলপারের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে পৃথক এ দুর্ঘটনা ঘটে।
পঞ্চগড় প্রতিনিধি জানিয়েছেন, ট্রাকচাপায় আসাদুর রহমান সরকার নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন।শুক্রবার বেলা ১১টার দিকে শহরের লিচুতলা এলাকার তেঁতুলিয়া-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি শহরের ডোকরোপাড়া মহল্লায়।
পুলিশ জানায়, সকালে অগ্রণী ব্যাংক পঞ্চগড় শাখার সেকেন্ড অফিসার আসাদ বাজার করে মটরসাইকেলযোগে বাসায় ফিরছিলেন। এ সময় তেঁতুলিয়াগামী একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে মটরসাইকেলটি ছিটকে পড়ে এবং ট্রাকের চাপায় ওই কর্মকর্তা ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় স্থানীয় বিক্ষুব্ধ লোকজন দুইঘণ্টা সড়ক অবরোধ করে রাখে।
এদিকে নাটোরের সিংড়ায় ট্রাকের ধাক্কায় মঞ্জু (২৫) নামে এক ট্রাক হেলপার নিহত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কে বন্দর আগপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত মঞ্জু নওগাঁ জেলার রানী নগর এলাকার করোজ গ্রামের মৃত্য আব্দুল কাসেমের ছেলে।
ঝলমলিয়া হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ হামিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, পাকশি থেকে ছেড়ে আসা নওগাঁগামী বালু বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো -ট-১৬-৯৭৫১) নাটোর থেকে বগুড়াগামী অপর একটি ট্রাককে পিছন থেকে ধাক্কা দেয়। এতে বালু বোঝাই ট্রাকের হেলপার মঞ্জু ঘটনাস্থলেই মারা যায়।
খবর পেয়ে ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় ঝলমলিয়া হাইওয়ে ফাঁড়িতে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়।
সফিকুল/রেজা/এফএ/এমএস