আর একবেলা খেয়ে রোজা রাখতে হবে না মা-মেয়েকে
‘অভাবের তাড়নায় একবেলা খেয়ে রোজা রাখছেন মা-মেয়ে’ শিরোনামে গত বৃহস্পতিবার অনলাইন নিউজপোর্টাল জাগোনিউজ২৪.কম-এ সংবাদ প্রকাশের পর ঠাকুরগাঁওসহ দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের হৃদয়ে কড়া নেড়েছে।
দূর-দূরান্ত থেকে অনেকেই জাগো নিউজের ঠাকুরগাঁও প্রতিনিধির মাধ্যমে পরিবারটিকে সাহায্য করার আশ্বাস দেন। এছাড়া সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও ভাইরাল হয়। সেখানেও অসহায় মা-মেয়েকে সহযোগিতার আশ্বাস দিয়ে ফেসবুকে বিভিন্ন কমেন্টস করেন অনেকে।
এদিকে শুক্রবার সকালে ঠাকুরগাঁও জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক পবারুল ইসলাম সদর উপজেলা রায়পুর ইউনিয়নের বাকসিড়ি এলাকায় মৃত খাতিবর রহমানের স্ত্রী রহিমা ও তার মেয়ের পাশে গিয়ে দাঁড়ান। এসময় তিনি তাদের জন্য চাল, মাছ, বিভিন্ন সবজি, মুড়ি ও ইফতারি নিয়ে যান।
কৃষক লীগের এই নেতা জানান, আমার এলাকার মানুষ একবেলা খেয়ে রোজা রাখবে ফেসবুকে দেখে আমি খুবই কষ্ট পেয়েছি। তাই সকালে নিজে গিয়ে ওই পরিবারের জন্য কয়েকদিনের বাজার করে দিয়ে এসেছি। সমাজের বিত্তবান মানুষগুলো অসহায় পরিবারগুলোর পাশে এভাবে দাঁড়ালে কিছুটা হলেও তাদের কষ্ট লাঘব হবে।
উল্লেখ্য, ‘রহিমা বেওয়া বয়স (৬৫)। দুই সন্তানের জননী। গত চার বছর আগে স্বামী খাতিবর অসুস্থ জনিত কারণে চিকিৎসারঅভাবে মৃত্যু বরণ করেন। এরপর ছেলে-মেয়েকে নিয়ে সংসারের হাল ধরেন রহিমা। মানুষের বাড়িতে, অনেক সময় মানুষের কৃষি খামারে কাজ করে যা উপার্জন করে তা দিয়েই চলে যায় সংসার। ছেলে বিয়ে করে বউ নিয়ে আলাদাভাবে থাকে। একমাত্র প্রতিবন্ধী মেয়ে বেগমকে (২৮) নিয়ে কোনো মতে খেয়ে না খেয়ে জীবন চালিয়ে যাচ্ছেন।
রিপন/এমএএস/পিআর