মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১


প্রকাশিত: ০৭:৩১ এএম, ১৭ জুন ২০১৭

মাগুরায় সড়ক দুর্ঘটনায় সেলিম শেখ (৪০) নামে এক পিকআপ চালক নিহত হয়েছেন। শনিবার মাগুরা-ফরিদপুর সড়কের পারনান্দুয়ালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সেলিম মাগুরা সদর উপজেলা সদরের হাজরাপুর আদর্শ গ্রামের সিরু শেখের ছেলে। এ ঘটনায় আহত হয়েছে ওই পিকআপের দুই হেলপার।

মাগুরা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাগো নিউজকে জানায়, নিহত সেলিম ফার্নিচার বোঝাই পিকআপ নিয়ে নারায়ণগঞ্জ থেকে মাগুরা সদরের জাগলায় যাচ্ছিলেন। পারনান্দুয়ালী এলাকায় পৌঁছলে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খেলে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই পিকআপ চালক সেলিশ শেখ নিহত এবং জাকির হোসেন ও সেতু মিয়া নামে দুই হেলপার আহত হয়। আহতদের একজনকে মাগুরা সদর হাসপাতাল ও অন্যজনকে ফরিদপুর মেডিকেলে চিকিৎসা দেয়া হচ্ছে।

আরাফাত হোসেন/এআরএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।