মাগুরায় বজ্রপাতে ২ জনের মৃত্যু
প্রতীকী ছবি
মাগুরা সদর উপজেলায় মাঠে কাজ করার সময় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার নালিয়ারডাঙ্গি গ্রামের রিপু জোয়াদ্দারের ছেলে পলন্দি জোয়াদ্দার (৪০) ও মঘি গ্রামের আব্দুল ওয়াহেদের ছেলে আসাদ শেখ (৪৮)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে প্রচণ্ড ঝড়বৃষ্টির মাঝে মাঠে কাজ করার সময় প্রায় একই সময়ে আসাদ ও পলন্দি বজ্রপাতে মারাত্মক আহত হন। স্থানীয়রা আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরিক্ষিত কুমার পাল তাদের মৃত ঘোষণা করেন।
মাগুরা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াছ হোসেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় সদর থানায় দুটি অপমৃত্যুর মামলা হয়েছে।
আরাফাত হোসেন/আরএআর/জেআইএম