বড়াইগ্রামে চাচাতো ভাইকে পিটিয়ে হত্যা


প্রকাশিত: ০১:৫০ পিএম, ১৭ মে ২০১৫

মাত্র চার হাজার টাকার জন্য প্রকাশ্য দিবালোকে আবু সাঈদ শেখ (৪৫) নামের এক কৃষককে পিটিয়ে হত্যা করেছে তার আপন চাচাতো ভাই জয়নাল আবেদীন ও তার ছেলেরা। রোববার সকাল ৯টার দিকে নাটোরের বড়াইগ্রাম উপজেলার গড়মাটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবু সাঈদ ঐ গ্রামের মৃত মোহাম্মদ আলী শেখের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, গড়মাটি পশ্চিমপাড়া গ্রামের মোহম্মদ আলীর ছেলে আব্দুস সামাদ তার চাচাতো ভাই জয়নাল আবেদীন শেখের কাছে ১০ কাঠা জমি বিক্রি করেন। বিক্রির সময় আব্দুস সামাদের কাছে তার চাচাতো ভাই জয়নাল আবেদীন রেজিস্ট্রি খরচ বাবদ ১৩ হাজার টাকা দাবি করে। দাবি মোতাবেক ৯ হাজার টাকা পরিশোধ করলেও অবশিষ্ট চার হাজার টাকা নিয়ে উভয়ের মধ্যে বিরোধ বাধে।

রোববার সকাল সাড়ে ৭টার দিকে এ নিয়ে দুই পরিবারের মধ্যে ঝগড়া বাধে। একপর্যায়ে জয়নাল ও তার পরিবারের সদস্যরা আব্দুস সামাদের ওপর হামলা ও মারপিট করে। এ সময় সামাদের স্ত্রী-ছেলে ও ছোট ভাই আবু সাঈদ এগিয়ে গেলে তাদের ওপরও চড়াও হয়ে মারপিট করা হয়।

এ সময় হামলাকারীদের লাঠির আঘাত ও মারপিটে আবু সাঈদ (৪৫) ঘটনাস্থলেই মারা যায়। এ সময় অন্তত আরো তিন জন আহত হন। আহত আব্দুস সামাদ (৬০), তার স্ত্রী রেজিয়া খাতুন (৫০) ও ছেলে মফিজুল ইসলামকে উদ্ধার করে বড়াইগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর থেকেই জয়নাল আবেদীন ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছে।

বড়াইগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) এমরান হোসেন বলেন, মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলা অনুযায়ী আসামিদের গ্রেফতারে ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।

এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।