শেরপুরে পরিবহন ধর্মঘট চলছে


প্রকাশিত: ০৩:০২ পিএম, ১৭ মে ২০১৫

শ্রমিক ও মালিক সমিতির অভ্যন্তরীণ দ্বন্দ্বে শেরপুরে পরিবহন সেক্টরে গত তিনদিন ধরে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। আর এরই জের ধরে গত শনিবার থেকে শেরপুর-ঢাকা সড়কে বাস চলাচল কার্যত বন্ধ রয়েছে। তবে ১৭ মে রোববার শহরের নবীনগর বাসস্ট্যান্ড থেকে ড্রীমল্যান্ডসহ আরো দুটি সার্ভিসের বেশ কিছু বাস চলাচল করলেও সোনার বাংলা সার্ভিস, নাইট কোচসহ বিভিন্ন সার্ভিসের গাড়ি চলাচল বন্ধ রয়েছে।

দুরপাল্লার বাস-কোচ চলাচল বন্ধের বিষয়টি নিয়ে রোববার দুপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায়ও আলোচনা হয়েছে। এ পরিস্থিতিতে বিষয়টি সুরাহার জন্য সভায় উপস্থিত স্থানীয় সংসদ সদস্য হুইপ আতিউর রহমান আতিককে অনুরোধ করা হয়। সভা শেষে হুইপ আতিক জেলা বাস-কোচ মালিক সমিতি ও জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দকে নিয়ে শহরের রঘুনাথ বাজার জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে বৈঠক করেন। বৈঠকে উভয়পক্ষ একে-অপরকে দোষারোপ করতে থাকলে কোনো সমঝোতায় পৌঁছা সম্ভব হয়নি। যে কারণে বর্তমান পরিস্থিতিতে উভয়পক্ষকে যে যে অবস্থায় আছে সেভাবেই থাকার আহ্বান জানিয়ে হুইপ আতিক বলেন, আগামী ১৯ মে মঙ্গলবার জেলা আওয়ামী লীগের সম্মেলন শেষে বিষয়টি সুরাহা করার হবে বলে সিদ্ধান্ত দেন।

পরিবহন মালিক ও শ্রমিকদের সূত্রে জানা গেছে, বকশীগঞ্জ থেকে নারায়ণগঞ্জগামী একটি বাস চলাচলকে কেন্দ্র করে শেরপুর জেলা সড়ক পরিবহন ইউনিয়নের শ্রমিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়। আর এরই জের ধরে গত শনিবার থেকে শেরপুর-ঢাকা সড়কে বাস চলাচল কার্যত বন্ধ রয়েছে।

শেরপুরের বাস মালিক-শ্রমিকদের মধ্যে দ্বন্দ্বে যাত্রী পরিবহনের ক্ষেত্রে এমন সংকটের কারণে সাধারণ যাত্রীরা হয়রানি ও দুর্ভোগের শিকার হচ্ছেন। ভুক্তভোগী যাত্রীরা জানান, প্রায়ই এমন ঘটনায় বাস চলাচলে সংকট সৃষ্টি হওয়ায় তাদের ভোগান্তিতে পড়তে হয়।

হাকিম বাবুল/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।