ট্রাকের ধাক্কায় ভ্যান আরোহী নিহত
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মঙ্গলবার সকালে ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানের এক আরোহী নিহত হয়েছেন।
নিহত ব্যক্তি জেলার গোমস্তাপুর উপজেলার নিমতলা কাঁঠাল গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে ইসমাইল হোসেন (৪৫)। এ ঘটনায় ভ্যানচালক সাদ্দাম গুরুতর আহত হয়েছেন।
গোমস্তাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন কামাল জানান, মঙ্গলবার সকাল সাড়ে ছয়টার দিকে রহনপুর থেকে ছেড়ে আসা একটি ট্রাক নিমতলা কাঁঠাল নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ওই ভ্যানকে ধাক্কা দেয়। এসময় ভ্যান থেকে পড়ে গিয়ে আরোহী ইসমাইল ঘটনাস্থলেই মারা যান।
এ ঘটনায় গুরুতর আহত ভ্যানচালক সাদ্দাম হোসেনকে স্থানীয়রা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ঘাতক ট্রাকটি আটক হলেও এর চালক ও হেলপার পালিয়ে যায় বলে জানান ওসি।
আব্দুল্লাহ/এফএ/জেআইএম