যৌতুকের দাবিতে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন
মাগুরায় যৌতুকের দাবিতে স্বামীর ছুরিকাঘাতে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে সদর উপজেলার পশ্চিম বাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আছিয়া খাতুন ওই গ্রামের মুকুল মুন্সির মেয়ে।
নিহতের চাচাতো ভাই আলিউল ইসলাম জাগো নিউজকে জানায়, প্রায় চার বছর আগে পলিতা বেরইল গ্রামের লাল মোহাম্মদের ছেলে আনোয়ার হোসেনের সঙ্গে আছিয়া খাতুনের (২২) বিয়ে হয়। বিয়ের পর তাদের একটি কন্যা সন্তান হলেও যৌতুকের জন্য দীর্ঘদিন ধরে স্বামী লক্ষীখোল জামে মসজিদের ইমাম আনোয়ার হোসেন পারিবারিক ও সামাজিক ভাবে হয়রানি ও নির্যাতন চালায়।
এতে আছিয়া খাতুন বাদী হয়ে মাগুরা জজ কোর্টে একটি যৌতুক ও নারী নির্যাতনের মামলা দায়ের করেন। মামলায় দীর্ঘ দিন জেল হাজতে থাকার পর কয়েক দিন আগে জামিনে বের হয়ে এসে হুমকি ধামকি দিতে থাকেন আনোয়ার হোসেন। এরই একপর্যায়ে মঙ্গলবার দিবাগত রাতে ছুরিকাঘাত করে পালিয়ে যান তিনি।
এ ঘটনায় মাগুরা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জাগো নিউজকে জানান, সদর থানায় মামলা হয়েছে। মরদেহের ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনআনুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এ সংবাদ লেখা পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
আরাফাত হোসেন/এফএ/জেআইএম