বান্দরবানে ক্ষতিগ্রস্তদের মাঝে ৫৯১ মেট্রিক টন চাল বিতরণ করা হবে


প্রকাশিত: ০৯:৪৯ এএম, ২০ জুন ২০১৭

আগামী শুক্রবার থেকে বান্দরবানের ৫৯ হাজার ৮২টি পরিবারের মাঝে ১০ কেজি করে ৫৯১ মেট্রিক টন ভিজিএফ চাল বিতরণ করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক।

মঙ্গলবার সকালে জেলা প্রশাসক তার নিজ কার্যালয়ে ঘূর্ণিঝড় মোরা এবং সৃষ্ট বন্যা ও পাহাড় ধসের সার্বিক পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলন এ কথা জানান।

জেলা প্রশাসক বলেন, পাহাড় ধসের ঝুঁকিতে থাকা পরিবারগুলোর তালিকা করা হচ্ছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে।

তিনি আরও বলেন,  পাহাড় ধসে নিহতদের পরিবারকে ২০ হাজার টাকা করে এবং আহতদের ৫ হাজার টাকা করে দেয়া হয়েছে । ভিজিএফ চালগুলো মোরায় ক্ষতিগ্রস্ত, সৃষ্ট বন্যা এবং পাহাড় ধসের ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে বিতরণ করা হবে ।

সৈকত দাশ/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।