শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে যাত্রীদের ভিড়


প্রকাশিত: ০৯:৩৮ এএম, ২২ জুন ২০১৭

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে দক্ষিণাঞ্চলগামী যাত্রীদের ভিড় বাড়ছে। বৃহস্পতিবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এ নৌরুটে যাত্রীদের ভিড় বাড়তে শুরু করেছে। এ রুটে লঞ্চে ও স্পিডবোটে তুলনামূলক যাত্রীর চাপ বেশি। তবে ফেরিতে এখনও পরিবহনের চাপ সহনীয় রয়েছে।

ঢাকা থেকে যাত্রীবাহী পরিবহনে শিমুলিয়া পর্যন্ত ও নদী পার হয়ে এসে কাঁঠালবাড়ি থেকে দক্ষিণাঞ্চলগামী জেলাগুলোর যানবাহনগুলো কিছুটা বাড়তি ভাড়া আদায় করছে বলে অভিযোগ উঠেছে। দুপুরের পর যাত্রী চাপ আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। উভয় পাড়ে অতিরিক্ত পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত রয়েছে।

madaripur

বিআইডব্লিউটিএ’র পরিবহন পরিদর্শক (টিআই) এবিএস মাহমুদ বলেন, গত দুদিনের চেয়ে আজ যাত্রী চাপ খুব বেশি। ঈদে ঘরমুখো যাত্রীরা যাতে নির্বিঘ্নে ঘরে ফিরতে পারে সে ব্যাপারে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।

একে এম নাসিরুল হক/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।