বালিকা ও যুবনারী সম্মেলনে সাংবাদিকদের সম্মাননা


প্রকাশিত: ১১:০৩ এএম, ১৮ মে ২০১৫

`শিশু বিবাহকে না বলুন, শিশু বিবাহ বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলুন` এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটে বালিকা ও যুবনারী সম্মেলন ২০১৫ অনুষ্ঠিত হয়। এ সময় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় শিশু বিবাহ রোধ, নারী নির্যাতনসহ শিশু ও যুবতীদের সমস্যা ও সম্ভবনা সংক্রান্ত ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করায় রূপান্তর নামে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা উপজেলার ৪ সাংবাদিককে সম্মাননা প্রদান করেছেন।

সোমবার দুপুরে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় আলহাজ্ব সমসের উদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠের এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাবস্থাপনা কমিটির সভাপতি সেলিম হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন হাতীবান্ধা উপজেলা পরিষদ চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু।

সম্মাননা প্রাপ্তরা হলেন, জাগোনিউজ২৪ ডটকম ও দিনকাল জেলা প্রতিনিধি রবিউল হাসান, ভোরের পাতার উপজেলা সংবাদদাতা নূরুল হক, আজকালের প্রতিনিধি রবিউল ইসলাম ও আমাদের সময়ের ফারুক হোসেন নিশাদ। প্রধান অতিথি সংস্থাটির পক্ষে সাংবাদিকদের হাতে এ্যাওয়ার্ড তুলে দেন।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন হাতীবান্ধার ইউএনও মাহবুবুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান সেলিম, স্কুল প্রধান শিক্ষক নূরমোহাম্মদ বাবলু। স্বাগত বক্তব্য রাখেন রূপান্তরের প্রকল্প সমন্বয়কারী মোখলেছুর রহমান পিন্টু।

রবিউল হাসান/এসএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।