হবিগঞ্জে ছিনতাইকালে যুবক আটক


প্রকাশিত: ১১:৫৪ এএম, ১৮ মে ২০১৫

হবিগঞ্জ শহরে দিনে-দুপুরে আড়াই লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে মুন্না সূত্রধর (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার দুপুর ১২টার দিকে শহরের প্রধান সড়কের ডাকঘর সড়ক এলাকায় পূবালী ব্যাংকের কাছে এ ঘটনা ঘটে। আটক মুন্না শহরের চিড়াকান্দি এলাকার বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শহরতলীর ২নং পুল এলাকার এম হাই এ্যান্ড কোম্পানির ব্যবস্থাপক (ম্যানেজার) জসিম উদ্দিন পূবালী ব্যাংক প্রধান শাখায় টাকা জমা দিতে যান। তিনি গাড়ি থেকে নামা মাত্রই মুন্নাসহ তিনজন তার সাথে থাকা ২ লাখ ৩৯ হাজার ৫৩০ টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দৌঁড় দেয়।

জসিম উদ্দিনের চিৎকারে স্থানীয় লোকজন  ছিনতাইকারীদের ধাওয়া করে টাকার ব্যাগসহ মুন্নাকে আটক করে। এসময় অপর দুইজন দৌঁড়ে পালিয়ে যায়। পরে তাকে সদর থানায় সোপার্দ করা হয়। এ ঘটনায় জসিম উদ্দিন বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।