পদ্মায় লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবি


প্রকাশিত: ১০:২০ এএম, ২৩ জুন ২০১৭
ফাইল ছবি

কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটের পদ্মায় লঞ্চের ধাক্কায় একটি যাত্রী বোঝাই ট্রলার ডুবির খবর পাওয়া গেছে। শুক্রবার সকাল নয়টার দিকে এই ঘটনা ঘটে বলে লঞ্চে থাকা এক প্রত্যক্ষদর্শী জানান।

লঞ্চে থাকা ওই যাত্রী জানান, কাঁঠালবাড়ী ঘাট থেকে একটি লঞ্চ শিমুলিয়া রুটের উদ্দেশ্যে যাত্রা করলে মাঝ পদ্মায় যাওয়ার আগেই একটি যাত্রী বোঝাই ট্রলারকে ধাক্কা দিলে ট্রলারটি ডুবে যায়। এসময় ট্রলারে প্রায় ৩৫ জন যাত্রী ছিল বলে জানা গেছে।

অনেকে সাঁতরে উপরে উঠলেও নিখোঁজ রয়েছে কিনা তার কোনো খবর পাওয়া যায় নি।

কাঁঠালবাড়ী ঘাট সূত্রে জানা গেছে, ট্রলারটি পদ্মার চরে বসবাসরত যাত্রীদের পারাপার করছিল। চরের এক পার থেকে অন্যপারে যাওয়ার সময় শিমুলিয়া ঘাটের উদ্দেশ্যে যাওয়া একটি লঞ্চের সঙ্গে ধাক্কা লেগে ট্রলারটি লঞ্চের নীচে চলে যায়। এসময় যাত্রীরা সাঁতরে পাড়ে উঠে এবং অন্য ট্রলার দ্বারাও যাত্রীদের উদ্ধার করা হয়।

শিবচর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, ট্রলার ডুবির খবর পাওয়া গেছে। এখনও নিখোঁজ রয়েছে কিনা তা জানা যায়নি। তবে আমরা খোঁজ নিচ্ছি। এবং ঘটনাস্থলে যাচ্ছি।

এ কে এম নাসিরুল হক/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।