শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে উপচে পড়া ভিড়


প্রকাশিত: ১০:৩২ এএম, ২৩ জুন ২০১৭

প্রিয়জনদের সঙ্গে ঈদ কাটাতে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে দক্ষিণাঞ্চলগামী যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা দিয়েছে। শুক্রবার সকাল থেকে এ রুটে লঞ্চ, স্পিডবোট ও ফেরিসহ সকল যানবাহনই অতিরিক্ত যাত্রী বহন করছে।

ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা যাত্রীরা বাড়তি ভাড়া গুণে পদ্মা পাড় হতে স্পিডবোটে উঠছেন। যাত্রী প্রতি ৮০ টাকা বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। লঞ্চে বাড়তি ভাড়া না নিলেও অতিরিক্ত যাত্রী নেয়া হচ্ছে। ১৯টি ফেরি সচল থাকলেও শিমুলিয়া ফেরি ঘাটে সকাল থেকে যানবাহনের দীর্ঘ লাইন পড়েছে।

madaripur

পদ্মা নদী পার হয়ে এসে কাঁঠালবাড়ি এসে যাত্রীরা পড়ছেন চরম বিপাকে। প্রতিটি যানবাহন দ্বিগুণ থেকে আড়াইগুণ ভাড়া আদায় করছে। পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকলেও ভাড়া নিয়ন্ত্রণে কারো কোনো উদ্যোগ চোখে পড়েনি।

madaripur

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার সানাউল্লাহ বলেন, ঈদে ঘরমুখো মানুষের নিরাপত্তার ব্যাপারে আমরা শতভাগ ব্যবস্থা নিয়েছি।

এ কে এম নাসিরুল হক/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।