শিমুলিয়া-কাঠালবাড়ি নৌ-রুটে নানান অনিয়ম


প্রকাশিত: ০৮:৩৪ এএম, ২৪ জুন ২০১৭

শনিবার সকালে চাপ কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শিমুলিয়া-কাঠালবাড়ি নৌ-রুট হয়ে দক্ষিণাঞ্চলের যাত্রী ও যানবাহনের অতিরিক্ত চাপ দেখা গেছে। লঞ্চ, স্পিডবোট ও ফেরিসহ সকল যানবাহনেই রয়েছে উপচেপড়া ভীড়।

ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাড়তি ভাড়া গুনে পদ্মা পার হতে স্পিডবোটে যাত্রী প্রতি ৮০ টাকা বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে। লঞ্চে বাড়তি ভাড়া না নিলেও লোডমার্কের তোয়াক্কা না করে অতিরিক্ত যাত্রী বোঝাই করে পার করা হচ্ছে।

Madaripur

এছাড়া পদ্মানদী পার হয়ে কাঠালবাড়ি এসে যাত্রীরা পড়ছেন চরম বিপাকে। প্রতিটি যানবাহন দ্বিগুন থেকে আড়াইগুন ভাড়া আদায় করছে। প্রতিটি বাসের ছাদ বোঝাই যাত্রী নিয়ে দক্ষিণাঞ্চলের উদ্দেশে ছেড়ে যাচ্ছে পরিবহনগুলো। পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকলেও ভাড়া নিয়ন্ত্রণে কারো কোনো উদ্যোগ চোখে পড়েনি।

উপজেলা নির্বাহী অফিসার ইমরান আহমেদ বলেন, ঈদে ঘরমুখী মানুষের নিরাপত্তার ব্যাপারে আমরা শতভাগ কঠোর ব্যবস্থা নিয়েছি। যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে ঘরে ফিরে প্রিয়জনের সঙ্গে ঈদ করতে পারে।

নাসিরুল হক/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।