গোপালগঞ্জে সাবেক সেনা সদস্যকে কুপিয়ে হত্যা : আটক ৪
গোপালগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাবেক এক সেনা সদস্যকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এসময় নিহতের বড় ভাই ইউপি মেম্বাররও আহত হন। গোপালগঞ্জ সদর উপজেলার শশাবাড়িয়া গ্রামে মঙ্গলবার ভোর রাতে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় ৪ নারীকে আটক করেছে।
নিহতের নাম লাক্কু মোল্লা (৬৩) ওরফে লাহু মোল্লা। তাকে মারাত্মক আহত অবস্থায় গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানে সে মারা যায়। এদিকে আহত মাক্কু মোল্লাকে (৬৬) জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোপালগঞ্জ সদর থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বর্তমান ইউপি মেম্বার মাক্কু মোল্যা এবং সাবেক ইউপি মেম্বার খোকন মোল্লার মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিলো। এর আগেও দুই পক্ষের মধ্যে একাধিকবার সংঘর্ষ ও হানাহানির ঘটনা ঘটেছে। গত বছরে বর্তমান ইউপি মেম্বার মাক্কু মোল্লার লোকজন সাবেক মেম্বার খোকন মোল্লার ভাই ফরিদ মোল্লাকে কুপিয়ে মারাত্মক আহত করে। এ ঘটনার পর থেকে শত্রুতা আরো চরমে উঠে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি মোকাবিলায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এসএম হুমায়ূন কবীর/এসএস/এমএস