শেরপুরে ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ী আটক


প্রকাশিত: ০৬:৫৫ এএম, ১৯ মে ২০১৫

শেরপুরের নালিতাবাড়ীতে বাবুল মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। সোমবার রাত সাড়ে ৭টার দিকে নালিতাবাড়ী উপজেলার আমবাগান বাজার থেকে তাকে আটক করে নালিতাবাড়ী থানা পুলিশে সোপর্দ করা হয়। মঙ্গলবার দুপুরে আটককৃত বাবুল মিয়াকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেফতার দেখিয়ে বিচারিক হাকিমের আদালতে সোপর্দ করলে আদালত তাকে জেলা কারাগারে পাঠায়।

আটক মাদক ব্যবসায়ী বাবুল মিয়া (২৫) রামচন্দ্রকুড়া ইউনিয়নের পানিহাতা গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে।

র‌্যাব ও পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪ এর সিপিসি-১ জামালপুর কোম্পানির একটি আভিযানিক দল নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের আমবাগান বাজার এলাকায় সোমবার রাতে অভিযান চালায়। এসময় বাজার মোড়ের ভাই ভাই ষ্টোরের সামনে পাকা রাস্তার পাশে ভারতীয় মদ বিক্রির সময় হাতেনাতে মাদক ব্যবসায়ী বাবুল মিয়াকে আটক করে।

এসময় তার কিট থেকে  ১০ বোতল ভারতীয় মদ, ১টি মোবাইল ফোন, ২টি সিমকার্ড উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে আটককৃতকে নালিতাবাড়ী থানা পুলিশে সোপর্দ করা হয়।

নালিতাবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফসিহুর রহমান জানান, আটক বাবুল একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছে র‌্যাব। মঙ্গলবার তাকে বিচারিক আদালতে সোপর্দ করা হলে আদালত জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

হাকিম বাবুল/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।