লামায় সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১০:০৩ এএম, ২৬ জুন ২০১৭

বান্দরবানের লামা উপজেলার মিরিঞ্জা এলাকায় চাঁদের গাড়ি খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৩ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় ১০ জন আহত হয়েছেন।

সোমবার দুপুর ১২টার দিকে চাঁদের গাড়িটি লামা উপজেলা থেকে কক্সবাজারের চকরিয়া যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, আলীকদম উপজেলার নয়াপড়া এলাকার আব্দুর রহমানের ছেলে জাহিদুল ইসলাম (১৫), একই এলাকার মোহাম্মদ শফীর ছেলে মো. সরোয়ার (১২) ও বাদশা মিয়ার ছেলে মো. হারুন (১৭)।

লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

সৈকত দাশ/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।