শিমুলিয়া-কাঠালবাড়ি নৌ-রুটে উপচেপড়া ভিড়


প্রকাশিত: ০৭:৫১ এএম, ৩০ জুন ২০১৭

ছুটি শেষ হওয়ায় শুক্রবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শিমুলিয়া-কাঠালবাড়ি নৌ-রুট হয়ে ঢাকাসহ কর্মস্থলমুখী যাত্রীদের উপচেপড়া ভীড় দেখা গেছে। লঞ্চগুলোতে রয়েছে উপচেপড়া ভীড়।

তবে ভীড় সামাল দিতে উপজেলা প্রশাসন, পুলিশ, ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিএ তৎপর থাকায় অতিরিক্ত যাত্রী বোঝাই হতে পারছে না। লঞ্চে বাড়তি ভাড়ার অভিযোগও পাওয়া যায়নি। ফেরিঘাটেও ঢাকামুখী যানবাহনের চাপ বেড়েছে।

Madaripur

গত দুদিন স্পিডবোটে ১২০ টাকার স্থলে ১৮০ টাকা অর্থ্যাৎ ৬০ টাকা অতিরিক্ত ভাড়া আদায় করলেও আজ তা আরো বৃদ্ধি পেয়েছে। শুক্রবার সকাল থেকে ২শ টাকা করে স্পিডবোটে ভাড়া আদায় করা হচ্ছে। এছাড়া দক্ষিণাঞ্চল থেকে ছেড়ে আসা সকল যানবাহন যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করছে।

উপজেলা নির্বাহী অফিসার ইমরান আহমেদ বলেন, যাত্রীদের সার্বিকভাবে নিরাপত্তার ব্যাপারে প্রশাসন তৎপর। লঞ্চ ও স্পিডবোটে যেন অতিরিক্ত যাত্রী বোঝাই না করা হয় সে ব্যাপারে কঠোর নজরদারি করা হচ্ছে।

নাসিরুল হক/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।