সেনাসদস্য ছেলেকে কুপিয়ে হত্যা করলেন বাবা


প্রকাশিত: ১২:০৩ পিএম, ৩০ জুন ২০১৭

ভোলা সদরে পারিবারিক কলহের জেরে এক সেনা সদস্যকে কুপিয়ে হত্যার অভিযোগে তার বাবাকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার ভোরে জেলা সদরের কানাইনগর এলাকায় এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে। পানি উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত এ কর্মচারী তার স্ত্রী ও মেয়েকেও কুপিয়ে জখম করেন। পরে পুলিশ তাকে গ্রেফতার করে।

হাসপাতালে চিকিৎসাধীন নুর মোহাম্মদের স্ত্রী নূরজাহান ও মেয়ে রাবেয়া বেগম জানান, যশোর সেনানিবাসে সৈনিক পদে কর্মরত খালেদ বিন ওয়ালিদ ঈদের ছুটিতে বাড়িতে আসেন।

দুইদিন আগে নূর মোহাম্মদ তার স্ত্রীকে মারধর করেন। এ নিয়ে ছেলের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। পরে শুক্রবার ভোররাতে ঘুমন্ত অবস্থায় দা দিয়ে কুপিয়ে ছেলেকে হত্যা করেন নূর মোহাম্মদ।

এ সময় তাকে বাঁচাতে নূরজাহান ও রাবেয়া এগিয়ে গেলে তাদেরও কুপিয়ে জখম করা হয়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে নিহত সেনাসদস্য খালিদের মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে মা নূরজাহান বলেন, নূর মোহাম্মদ দুইটি বিয়ে করে। ছেলে খালিদ আগের ঘরের একমাত্র ছেলে। বাবা তার কাছে টাকা চায়। এমনকি ঈদে কেন মেয়ে রাবেয়া বেড়াতে আসে এ নিয়ে ঝগড়া বাধে।

ভোলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছেলেকে হত্যার কথা স্বীকার করেছেন বাবা নুর মোহাম্মদ। নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।