টানা বৃষ্টিতে বান্দরবানের নিম্নাঞ্চল প্লাবিত


প্রকাশিত: ০৮:৪২ এএম, ০৪ জুলাই ২০১৭

টানা বৃষ্টিতে সৃষ্ট পাহাড়ি ঢলে আবারও বান্দরবানের দুই উপজেলা লামা ও আলীকদমের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। মাতামুহুরী নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধির ফলে ডুবে গেছে দুই উপজেলার নিম্নাঞ্চল। বাড়ি-ঘর, দোকানপাট, অলি-গলিতে ওঠেছে পানি। বন্ধ হয়ে গেছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। সড়কে চলছে নৌকা। পানিবন্দি হয়ে পড়েছে প্রায় ৮ হাজার পেশাজীবী মানুষ।

লামা বাজারের ব্যবসায়ী জাকির হোসেন বলেন, ঢলের পানি ঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে ওঠায় মালামাল নিয়ে বেকায়দায় পড়তে হচ্ছে। বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে।

bandarban

সোমবার বিকেল থেকে লামা পৌর এলাকার নয়াপাড়া, বাসস্ট্যান্ড, টিএন্ডটি পাড়া, বাজারপাড়া, লামা বাজার, চেয়ারম্যান পাড়ার একাংশ, ছোট নুনারবিলপাড়া, বড় নুনারবিলপাড়া, লাইনঝিরি, ফকিরপাড়া, হাজ্বীপাড়া, কলিঙ্গাবিলপাড়া, উপজেলা পরিষদের আবাসিক কোয়ার্টার সমূহ, থানা এলাকা, ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা বাজার, হারগাজা, বগাইছড়ি, বনপুর ও লামা সদর ইউনিয়নের মেরাখোলা, বৈল্লারচর, অংহ্লাপাড়াসহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। এতে দুর্ভোগ পোহাচ্ছেন ওই এলাকার নারী ও শিশুসহ সাধারণ মানুষ।

ছোট নুনার বিল এলাকার বাসিন্দা জনি বলেন, বন্যার পানিতে খেতের সব ফসল নষ্ট হয়ে গেছে। বাসায় কোমর সমান পানি ঢুকছে।

ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকের হোসেন মজুমদার জানান, প্রবল বর্ষণে পাহাড়ের মাটি ধসে পড়ে ও বর্ষণের পানির স্রোতের টানে ইয়াংছা-বনপুর, বগাইছড়ি-হারগাজা-সাফেরঘাটা সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। লামা-আলীকদম সড়কের বিভিন্ন পয়েন্ট পানিতে তলিয়ে যাওয়ায় আলীকদমের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

bandarban

লামা পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম বলেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রিত ও পাহাড়ি ঢলে প্লাবিতদের মধ্যে শুকনো খাবার বিতরণের ব্যবস্থা করা হয়েছে।

লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী জানান, ইতিমধ্যে পৌর এলাকাসহ ইউনিয়নগুলোতে মাইকিং করে জনসাধারণকে নিরাপদে আশ্রয়ে নেয়ার জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যনদেরকে বলা হয়েছে।

সৈকত দাশ/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।