মহেশপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু


প্রকাশিত: ১০:৩৭ এএম, ০৫ জুলাই ২০১৭

ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাজীরবেড় ইউনিয়নের কোলা গ্রামে পুকুরে ডুবে রোজিনা খাতুন (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে তার মৃত্যু হয়। রোজিনা খাতুন কোলা গ্রামের আবুল কালামের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশে খেলা করতে গিয়ে পুকুরে পানিতে পড়ে যায়। পরে বাড়ির লোকজন তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে।

একপর্যায়ে পুকুরের মধ্যে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করা হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে কাজীরবেড় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

কাজীরবেড় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. আব্দুল আজিজ বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

আহমেদ নাসিম আনসারী/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।