নাইক্ষ্যংছড়িতে পাহাড়ধসে নারীর মৃত্যু


প্রকাশিত: ০৬:৩৭ পিএম, ০৫ জুলাই ২০১৭

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পাহাড়ধসে ছেমুনা খাতুন (৪৪) নামের এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার ঘুুমধুুুমে এ দুর্ঘটনা ঘটে।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও.সি) তৌহিদ কবির বলেন, বৃষ্টিতে পাহাড়ধসে বসতবাড়ি বিধস্ত হয়েছে। এ সময় পাহাড়ধসে মাটিতে চাপা পড়ে ঘটনাস্থলেই ছেমুনা খাতুনের মৃত্যু হয়।

এ ঘটনায় আহত হন ছেমুনার মেয়ে আমেনা খাতুন। মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ছেমুনা খাতুন স্থানীয় বাসিন্দা মোহাম্মদ মাজেদের স্ত্রী।

সৈকত দাশ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।