এলজিইডির উপ-সহকারী প্রকৌশলীর দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন


প্রকাশিত: ০৮:৩৮ এএম, ২১ মে ২০১৫

গোপালগঞ্জে এলজিইডির নির্বাহী প্রকৌশলী অফিসের উপ-সহকারী প্রকৌশলী মো. শরীফ মনিরের দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় স্থানীয় প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন হয়। ঠিকাদারী প্রতিষ্ঠান শরীফ এন্ড সন্স এ মানববন্ধনের আয়োজন করে।

পরে মানবন্ধনে অংশগ্রহণকারীরা ওই উপ-সহকারী প্রকৌশলীর অপসারণের দাবিতে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এলজিইডি অফিসের সামনে গিয়ে শেষ হয়।

ঠিকাদারী প্রতিষ্ঠান শরীফ এন্ড সন্স এর পক্ষ থেকে সাংবাদিকদের জানানো হয়, উপ-সহকারী প্রকৌশলী মনির এক যুগের বেশি সময় ধরে গোপালগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলীর অফিসে চাকরি করার সুবাদে নানা অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েন। তিনি অন্য ঠিকাদারদের লাইসেন্সে নিজে ঠিকাদারী করেন। অর্থের বিনিময়ে টেন্ডারের গোপনীয় বিষয় পছন্দের ঠিকাদারদের ফাঁস করে দেন। সরকারি ইন্টারনেট ব্যবহার করে অবৈধভাবে  ঠিকাদারদের ইজিপি টেন্ডার ফরম পূরণ এবং উপজেলা প্রকৌশলী  ও হিসাবরক্ষক বিল ছেড়ে দেওয়ার পরও ঠিকাদারদের বিল পরীক্ষা করার নামে হয়রানি ও অর্থ আদায় করে আসছেন বলে তারা জানান।

সম্প্রতি ঠিকাদারী প্রতিষ্ঠান শরীফ এন্ড সন্সের সত্ত্বাধিকারী ও এলজিইডির ঠিকাদার মো. মনির ওই উপ-সহকারী প্রকৌশলীর দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে প্রধান প্রকৌশলীর বরাবর লিখিত অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বিষয়টি তদন্তের জন্য উচ্চ পর্যায়ের একটি কমিটি এলজিইডি অফিসে আসেন।

এস এম হুমায়ূন কবীর/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।