বাসি খাবার খেয়ে ৯ জন হাসপাতালে


প্রকাশিত: ১২:১১ পিএম, ০৬ জুলাই ২০১৭

পচা ও বাসি খাবার খেয়ে পদ্মাসেতুর কাজে কর্মরত স্বাস্থ্য অধিদফতরের মেডিকেল টিমের ৮ সদস্যসহ ৯ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ ঘটনায় মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ি ফেরিঘাট এলাকার একটি হোটেলে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় পচা ও বাসি খাবার বিক্রির অপরাধে হোটেলটি সিলগালা করে দেয়া হয়েছে। সেই সঙ্গে হোটেলের এক কর্মচারীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বুধবার রাতে কাঁঠালবাড়ি ফেরিঘাট এলাকার মালেক ঢালীর মালিকানাধীন নিউ স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে পদ্মাসেতুর কাজে কর্মরত স্বাস্থ্য অধিদফতরের মেডিকেল টিমের ৮ জন সদস্য ও কাঁঠালবাড়ি এলাকার আলতাফ শেখের ছেলে কাউসার রাতের খাবার খায়।

খাবার খাওয়ার কিছু সময়ের মধ্যেই সবাই অসুস্থ হয়ে পড়ে। রাতেই স্বাস্থ্য অধিদফতরের মেডিকেল টিমের ৮ সদস্যকে শরীয়তপুর হাসপাতালে ও কাউসারকে ফরিদপুর হাসপাতালে ভর্তি করা হয়।

ওই হোটেলটির বিরুদ্ধে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরিফুল ইসলামের নেতৃত্বে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

অভিযানকালে হোটেল থেকে পচা, বাসি, খাবার অনুপযোগী বিপুল পরিমাণ খাবার জব্দ করে ফেলে দেয়া হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত হোটেলটি সিলগালা করে দেয় ও এক কর্মচারীকে নগদ ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরিফুল ইসলাম বলেন, অভিযানকালে হোটেলটিতে খাবার অনুপযোগী পচা ও বাসি খাবার পাওয়া গেছে। তাই হোটেলটি সিলগালা করে দেয়া হয়েছে।

এ কে এম নাসিরুল হক/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।