বাগেরহাটে ৪ জেলের কারাদণ্ড


প্রকাশিত: ০১:৫৯ পিএম, ২১ মে ২০১৫

বাগেরহাটের মোড়েলগঞ্জে বাগদা চিংড়ির পোনা বহনের দায়ে একটি ট্রলারসহ চার জেলেকে আটক করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল হালিম এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, বরগুনার তালতলী উপজেলার আব্দুল গফ্ফার আকনের ছেলে খালেক আকন (৪০), সেকান্দার হাওলাদারের ছেলে হাবিবুর রহমান হাওলাদার (৪০), আব্দুল মান্নান সরদারের ছেলে খালেক সরদার (৩৫) ও আলতাফ মুন্সির ছেলে লাল চান মুন্সি (২৫)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে উপজেলার পানগুছি নদীর কাঁঠালতলা এলাকা থেকে ওই চার জেলেকে আটক করা হয়। দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল হালি অবৈধভাবে বাগদা চিংড়ির পোনা বহনের দায়ে চার জেলেকে তিন মাস করে কারাদণ্ড প্রদান করেন।

শওকত বাবু/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।