রূপগঞ্জে চুরি হওয়া স্বর্ণ উদ্ধার, গ্রেফতার ৬


প্রকাশিত: ১২:১৩ পিএম, ০৮ জুলাই ২০১৭
প্রতীকী

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে চুরি হওয়া স্বর্ণ ও রুপা রাজধানীর বাড্ডা ও রামপুরা এলাকা থেকে উদ্ধার করেছে ডিবি পুলিশ। এ সময় স্বর্ণচোর চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করা হয়।

গতকাল শুক্রবার (০৮ জুলাই) সন্ধ্যা থেকে শনিবার দুপুর পর্যন্ত টানা অভিযান পরিচালনা করে স্বর্ণচোর চক্রের ছয় সদস্য গ্রেফতাসহ ৩৪ ভরি স্বর্ণ ও ১১৪ ভরি রুপা উদ্ধার করা হয়।

গ্রেফতাররা হলেন পিরোজপুর জেলার ভান্ডারিয়া এলাকার রিয়াজ ওরফে সুমন, আলাউদ্দিন, কুমিল্লা জেলার মুরাদনগর এলাকার সজল মিয়া, চট্টগ্রামের পুটিয়া এলাকার জসিম উদ্দিন, নোয়াখালী জেলার বেগমগঞ্জ এলাকার আব্দুল মজিদ, ঝালকাঠি জেলার কাঠালিয়া এলাকার জামাল উদ্দিন।

নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক গিয়াস উদ্দিন জানান, গত ২৬ মার্চ রোববার রাতে গাউছিয়া মার্কেটের কারুকা জুয়েলার্স নামে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। প্রায় ৩০০ ভরি স্বর্ণ চুরি হয়েছে বলে দাবি করেন কারুকা জুয়েলার্সের মালিক তাপস দাস।

চুরির ঘটনাটির ব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক (ওসি) মাহমুদুল ইসলামসহ একদল পুলিশ দীর্ঘ তিন মাস বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে স্বর্ণচোর চক্রটির সন্ধান পেয়ে রামপুরা ও বাড্ডা এলাকায় অভিযান পরিচালনা করে ওই ছয়জনকে গ্রেফতার করা হয় এবং ৩৪ ভরি স্বর্ণ ও ১১৪ ভরি রুপা উদ্ধার করা হয়।

মীর আব্দুল আলীম/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।