শিশু বাল্য বিবাহ মুক্ত করতে মতবিনিময় সভা


প্রকাশিত: ০৩:২২ পিএম, ২১ মে ২০১৫

শরীয়তপুর সদর উপজেলাকে শিশু বাল্য বিবাহ মুক্ত করার লক্ষ্যে জেলার ইলেট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের নিয়ে অবহিতকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার শরীয়তপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা  অনুষ্ঠিত হয়।

শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, শরীয়তপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ বেতারের শরীয়তপুর জেলা প্রতিনিধি আব্দুস সামাদ তালুকদার, আরটিভির প্রতিনিধি মো. আবুল হোসেন. চ্যানেল২৪ প্রতিনিধি কাজী নজরুল ইসলাম, এটিএন বাংলা ও এটিএন নিউজ প্রতিনিধি রোকনুজ্জামান পারভেজ, মোহনা টিভির প্রতিনিধি মাহাবুবুর রহমান, চ্যানেল৯ প্রতিনিধি মো. মনির হোসেন, দেশ টিভির প্রতিনিধি বিএম ইশ্রাফিল , জাগোনিউজ২৪.কম ও মিলিনিয়াম টিভি প্রতিনিধি মো. ছগির হোসেনসহ জেলার কর্মরত সাংবাদিকবৃন্দ।

সভার মূল প্রদিপাদ্য বিষয় ছিল কীভাবে শিশু বাল্য বিবাহ মুক্ত করতে জনপ্রতিনিধি ও সচেতন জনগণকে প্রচারের মাধ্যমে অবহিত করা যায়। এসময় সাংবাদিকদের সহায়তা কামনা করেন, উপজেলা প্রশাসন।

মো. ছগির হোসেন/এমজেড/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।