ফেনসিডিল পাচারের নয়া কৌশল!
মাদক বিক্রেতারা এখন ফেনসিডিল পাচারের জন্য নতুন নতুন কৌশল অবলম্বন করছে। শনিবার ফেনসিডিল পাচারের এমনই দুইটি কৌশল উদ্ঘাটন করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
যশোরের মণিরামপুরে পুলিশ পিকআপের অতিরিক্ত টায়ার থেকে এবং সীমান্তে বিজিবি দুই নারীর পোশাকের মধ্যে থেকে ফেনসিডিল উদ্ধার করেছে।
মণিরামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকাররম হোসেন জানান, তারা গোপন সূত্রে জানতে পারেন পিকআপে করে ফেনসিডিল নিয়ে যাওয়া হচ্ছে।
এর সূত্র ধরে শনিবার সকালে উপজেলার দুর্বাডাঙ্গা গ্রামের নওশের মেম্বরের মোড় থেকে একটি পিকআপ আটক করা হয়। পিকআপে থাকা অতিরিক্ত একটি টায়ারের ভেতর থেকে উদ্ধার করা হয় ২৪৯ বোতল ফেনসিডিল।
একইসঙ্গে আটক করা হয়েছে মাদক বিক্রেতা আকতার হোসেনকে। আকতার মণিরামপুরের শ্যামনগর গ্রামের খাজা গাজীর ছেলে।
অপরদিকে, বেনাপোল বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মোহাম্মদ শহীদ জানান, বেনাপোলের পুটখালি সীমান্তের বারপোতা এলাকা দিয়ে নারী মাদক পাচারকারীরা ফেনসিডিল নিয়ে আসছে- এমন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে তারা অভিযান চালান।
এ সময় দুই নারীকে আটক করা হয়। এরা হলেন, বেনাপোল লাউতাড়া গ্রামের শুকুর আলীর স্ত্রী শাহানারা ও বেনাপোল দিঘিরপাড় গ্রামের শুভ মিয়ার স্ত্রী জুলেখা।
পরে তাদের দেহ তল্লাশি করে বুকের সঙ্গে বাঁধা অবস্থায় ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটকদের বেনাপোল বন্দর থানায় সোপর্দ করা হয়েছে।
মিলন রহমান/এএম/আরআইপি