নওগাঁয় ৬ অপহরণকারী আটক, অপহৃত উদ্ধার


প্রকাশিত: ০২:০৬ পিএম, ১০ জুলাই ২০১৭
প্রতীকী ছবি

নওগাঁয় অপহরণের একদিন পর ৬ অপহরণকারী আটকসহ আব্দুর রাজ্জাক (৪৮) নামে এক অপহৃতকে উদ্ধার করেছে পুলিশ।

সোমবার দুপুরে শহরের খাঁস-নওগাঁ এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। আব্দুর রাজ্জাক টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার বলটিয়া গ্রামের মৃত আব্দুল কুদ্দুস খানের ছেলে।

অপহরণকারীরা হলেন- শহরের বাঙ্গাঁবাড়ীয়া বিহারী কলোনী মহল্লার ওহাব আলীর ছেলে তৈয়ব আলী (৪৫), শহিদুল আলমের ছেলে শাহাদৎ আলম (৪৫), খাঁস-নওগাঁ মন্ডলপাড়ার মৃত আব্দুস সাত্তারের ছেলে আলেফ বাবু (৫৫), মৃত পঁচা শেখের ছেলে রশিদুল ইসলাম (৩৮), উকিলপাড়া মহল্লার মৃত আক্কাস আলীর ছেলে নুরে আলম কাউসার সুজন (৩৫) ও চকপ্রসাদ মহল্লার আব্দুল মজিদের ছেলে আব্দুস সবুর মিঠু (৩৫)।

নওগাঁ সদর থানা সূত্রে জানা যায়, ভিকটিম আব্দুর রাজ্জাককে মোবাইল ফোনে রোববার বিকেলে ঢাকা থেকে কৌশলে ডেকে নিয়ে আসে রাজশাহী জেলার পবা থানার নওহাটা এলাকায়।

এ সময় অপহরণকারী চক্রের সদস্যরা তাকে আটকিয়ে রেখে পাঁচ লাখ টাকা পরিবারের কাছে মুক্তিপণ দাবি করলে বিকাশের মাধ্যমে ১৫ হাজার টাকা পরিশোধ করে।

পরিবারের পক্ষ থেকে বিষয়টি রাজশাহী গোয়েন্দা পুলিশকে জানানো হলে ভিকটিককে উদ্ধার ও অপহরণ চক্রকে আটকের তৎপরতা শুরু হয়। ভিকটিমকে রাজশাহী জেলার নওহাটা না নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার নওহাটা এলাকায় আটক করে রাখা হয়েছে বলে জানতে পারে।

সোমবার দুপুরে শহরের খাস নওগাঁ এলাকায় অভিযান পরিচালনা করে ছয়জনকে আটক করে। এ সময় অপহরণের সঙ্গে জড়িত ছয়জনকে আটক করা হয়।

নওগাঁ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোরিকুল ইসলাম বলেন, আটকদের গাজীপুর জেলার কালিয়াকৈর থানায় হস্তান্তর করা হবে। সেখানে ভিকটিম বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করবেন বলে জানা যায়। অপহরণের সঙ্গে সম্পৃক্ত বাকিদের আটকের চেষ্টা চলছে।

আব্বাস আলী/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।