নড়াইলে পুলিশের অভিযানে আটক ৪৫

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নড়াইল
প্রকাশিত: ০৪:৪৪ এএম, ১২ জুলাই ২০১৭
প্রতীকী ছবি

নড়াইলে পুলিশের বিশেষ অভিযানে ১২ জুয়াড়িসহ বিভিন্ন অভিযোগে ৪৫ জনকে আটক করা হয়েছে। অভিযানকালে জুয়ার আসর থেকে ৯৩ হাজার ৭৪১ টাকা ও জুয়া খেলার সরঞ্জামাদি উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানায়, বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কালিয়া থানায় ১২ জুয়াড়ি ও দুই মাদক ব্যবসায়ীসহ ২০ জনকে আটক করে।

এছাড়া নড়াইল সদর থানায় এক মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন মামলা ও অভিযোগে ১০ জন, লোহাগড়া থানায় এক মাদক ব্যবসায়ীসহ ১১ জন ও নড়াগাতী থানায় ৪ জনকে আটক করে। 

নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম জানান, জুয়া ও মাদকসহ বিভিন্ন ঘটনায় আটকদের বিরুদ্ধে চারটি থানায় ১০টি মামলা দায়ের হয়েছে। 

হাফিজুল নিলু/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।