নেত্রকোনায় ঘূর্ণিঝড়ে ২ হাজার বাড়ি বিধ্বস্ত, নিহত ১
নেত্রকোনায় শনিবার ভোরে ঘূর্ণিঝড়ে তিনটি ইউনিয়নের ৩০টি গ্রামের প্রায় ২ হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ঝড়ের সময় গাছের চাপায় ১ বৃদ্ধা নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৩৫ জন। ভেঙে পড়েছে পুরো এলাকার বিদ্যুৎ ব্যবস্থা। বিধ্বস্ত এলাকার লোকজন বাস করছেন খোলা আকাশের নীচে।
নেত্রকোনা সদরের কে`গাতী, মৌগাতী ও বারহাট্টার রায়পুর ইউনিয়নের উপর দিয়ে বয়ে গেছে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়। এতে বিচ্ছিন্ন হয়েছে ওই এলাকার বিদ্যুৎ ব্যবস্থা। ভেঙে পড়েছে কাঁচা-পাকা প্রায় ২ হাজার ঘর-বাড়ি। ক্ষতিগ্রস্থ লোকজন বাস করছেন খোলা আকাশের নিচে। ঝড়ের সময় নিহত হয়েছেন বাশাঁটী গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের স্ত্রী উকিলের নেছা (৯০)। নিহতের পরিবারকে ১০ হাজার টাকা ও আহত একজনকে পাঁচ হাজার টাকার নগদ অনুদান দিয়েছে জেলা প্রশাসন। ক্ষতিগ্রস্থদের তালিকা করে দ্রুত ত্রাণের ব্যবস্থা করা হবে বলে জানান জেলা প্রশাসক ড.তরুণ কান্তি শিকদার।
এমজেড/আরআই