কুষ্টিয়ায় বসতবাড়ি থেকে আরও ১৬ গোখরা উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০৩:২৯ পিএম, ১৪ জুলাই ২০১৭

কুষ্টিয়ার মিরপুরে আবারও একটি বসতবাড়িতে ১৬টি বিষধর গোখরা সাপের বাচ্চা পাওয়া গেছে। স্থানীয়রা সাপের বাচ্চাগুলোকে মেরে ফেলেছেন। শুক্রবার সন্ধ্যায় উপজেলার আমলা ঘোষপাড়া এলাকার ইসাহক আলীর ঘরে এ সাপগুলো পাওয়া যায়।  

ইসাহক আলী জানান, সন্ধ্যায় ঘরের মেঝেতে তিনটি সাপের বাচ্চাকে দেখা যায়। পরে আরও একটিকে পাওয়া গেলে স্থানীয়দের সহায়তায় ঘরের মেঝে খুঁড়ে একে একে ১৬টি গোখরা সাপের বাচ্চা পাওয়া যায়। অনেকগুলো গোখরা সাপের বাচ্চা ও মা সাপ থাকতে পারে- এ জন্য মেঝের মাটি এখনো খোঁড়া চলছে। 

এ নিয়ে এলাকায় সাপ আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা সাপের বাচ্চাগুলো দেখতে ইসাহক আলীর বাড়িতে ভিড় করছেন। 

এর আগে গত ১০ জুলাই সোমবার মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের সদরপুর স্কুলপাড়া এলাকায় নাজমুল ইসলাম লিটনের বাড়ির রান্নঘর থেকে ২৭টি গোখরা সাপের বাচ্চা ও একটি মা সাপ উদ্ধার করা হয়। এরপর বুধবার জেলার খোকসা উপজেলার ওয়াসিম বিশ্বাসের বাড়ির শোবার ঘরের মেঝে খুঁড়ে ৪৮টি গোখরা সাপ উদ্ধার করেন স্থানীয় সাপুড়ে। 

আল-মামুন সাগর/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।