নাটোরে পানিতে ডুবে শিশুর মৃত্যু


প্রকাশিত: ১১:১৪ এএম, ২৪ মে ২০১৫

নাটোরের সিংড়া উপজেলার নিঙ্গুইন গ্রামে আত্রাই নদীর পানিতে ডুবে মিথিলা (৫) নামের এক শিশু মারা গেছে। মিথিলা ওই এলাকার রতনের মেয়ে।

সিংড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন ও এলাকাবাসী জানান, রোববার সকালে বাড়িতে খেলারত অবস্থায় মিথিলা নিখোঁজ হয়। দুপুরে বাড়ির পাশের আত্রাই নদীতে তার মরদেহ ভেসে উঠে। এসময় এলাকাবাসী তার মরদেহ উদ্ধার করে।  

এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।