পদ্মার ভাঙনে নদীগর্ভে অর্ধশতাধিক ঘরবাড়ি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ১১:০৩ এএম, ১৬ জুলাই ২০১৭

পদ্মার মাদারীপুর অংশে অস্বাভাবিক গতিতে পানি বৃদ্ধি শুরু হয়েছে। এতে জেলার শিবচর উপজেলার পদ্মা নদীর বিচ্ছিন্ন প্রত্যন্ত চরাঞ্চলের চারটি ইউনিয়নের কয়েক হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। 

অনেকের ঘরেই পানি ঢুকেছে। পানির তীব্র স্রোতে চরাঞ্চলের কাঁঠালবাড়ি ও চরজানাজাত ইউনিয়নের অর্ধশতাধিক ঘরবাড়ি নদীভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সেই সঙ্গে ভাঙন ঝুঁকিতে রয়েছে বেশ কয়েকটি বিদ্যালয়, মাদরাসা, মসজিদসহ কয়েক হাজার পরিবার। নদীভাঙন মারাত্মক আকার ধারণ করায় আক্রান্তরা দিশেহারা হয়ে পড়েছে। চরের চারদিকে পানি বাড়ায় বিদ্যালয়সহ সর্বত্র প্লাবিত হওয়ায় শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমসহ স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান আহমেদ বলেন, পদ্মা নদীতে অস্বাভাবিক গতিতে পানি বৃদ্ধি হওয়ায় শিবচর উপজেলার পদ্মার বিচ্ছিন্ন প্রত্যন্ত চরাঞ্চলের চারটি ইউনিয়নের কয়েক হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। তবে আমরা বন্যাকবলিত এলাকার জনসাধারণের সব ধরনের সহায়তার ব্যবস্থা গ্রহণ করেছি।

এ কে এম নাসিরুল হক/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।