জয়পুরহাট এখন ভূতুড়ে শহর


প্রকাশিত: ০৩:২৩ এএম, ২৫ মে ২০১৫

বিদ্যুৎবিহীন জয়পুরহাট এখন ভূতুড়ে শহরে পরিণত হয়েছে। ১২ ঘণ্টায়ও বিদ্যুতের লাইন মেরামত করে সংযোগ দিতে পারেনি বিদ্যুৎ সরবরাহ কর্তৃপক্ষ। কুটিরাড়ী ব্রিজ থেকে ডিসি চত্বর পর্যন্ত জয়পুরহাট শহরের মূল লাইনের প্রায় ৪০-৫০টি খুঁটি ভেঙে ও উপড়ে যায়। রোববার বিদ্যুৎ সরবরাহ কর্তৃপক্ষ ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত মেরামতের কাজ করেও বিদ্যুৎ সংযোগ দিতে পারেনি। তবে তাদের দাবি মূল লাইনের কাজ তারা প্রায় শেষ করে ফেলেছেন, সোমবার মূল লাইনসহ শাখা লাইনের কাজ শেষে সন্ধ্যা নাগাদ বিদ্যুতের সংযোগ দিতে পারবেন।   

এদিকে রোববার ব্যাংক ছাড়া সমস্ত সরকারি-বেসরকারি কর্মকর্তা ও কর্মচারিদের অলস সময় কাটাতে দেখা যায়। বিশেষ করে কম্পিউটার সংশ্লিষ্ট বিভাগগুলোতে বিদ্যুতের অভাবে কর্মহীন হয়ে পড়েন কর্মকর্তা ও কর্মচারিরা।

জয়পুরহাট বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের প্রধান নির্বাহী প্রকৌশলী ফরিদুল হাসান জাগো নিউজকে বলেন, মূল লাইনের কাজ প্রায় শেষ হয়েছে সোমবার সন্ধ্যার মধ্যে বিদ্যুৎ সংযোগ দিতে পারব ।

উল্লেখ্য যে, শনিবার গভীররাতে আধা ঘণ্টার ঘূর্ণিঝড়ে সমস্ত জেলায় এ দুর্যোগ নেমে আসে। বিভিন্ন জায়গায় গাছ ও ডাল পড়ে বিদ্যুতের তার ছিড়ে গেছে। এছাড়া বিদ্যুৎ পোল পড়ে যাওয়ায় ও বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় বিদ্যুৎ সংযোগ বন্ধ আছে।  

এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।