শিবগঞ্জে পাগলা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট-মিলিক এলাকায় সোমবার সকালে পাগলা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হচ্ছেন, শিবগঞ্জ উপজেলার কানসাট মিলিক গ্রামের নাজিমুদ্দীনের ছেলে অনিক (৩) ও একই এলাকার সোহেল রানার ছেলে রিয়েল (৩)।
শিবগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ময়নুল ইসলাম জানান, সকাল সাড়ে আটটার দিকে বাড়ির পাশে খেলা করার সময় পাগলা নদীতে পড়ে গিয়ে অনিক ও রিয়েল পানিতে ডুবে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক অনিক ও রিয়েলকে মৃত ঘোষণা করেন। পুলিশ নিহত দু’জনের মরদেহ স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করেছে।
এসএস/এমএস