চাঁপাইনবাবগঞ্জে ফেনসিডিলসহ আটক ১
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পৃথক দুটি অভিযান চালিয়ে ১২২৬ বোতল ফেনসিডিলসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। সোমবার ভোর রাতে ফেনসিডিলসহ তাকে আটক করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ-৯ বিজিবি ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর মিন্নাত আলী জানান, সোনামসজিদ বিওপির একটি টহল দল সোমবার ভোররাত তিনটায় পিরোজপুর মাঠ এলাকার অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৯৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
এদিকে রাত সাড়ে তিনটায় শিবগঞ্জ উপজেলার তেলকুপি বিওপির একটি টহল দল তেলকুপি মাঠ এলাকায় অভিযান চালিয়ে তেলকুপি গ্রামের মোজাম্মেল হোসেন (২৬)কে ২৪৬ বোতল ফেনসিডিলসহ আটক করে। ফেনসিডিলসহ আটক ব্যক্তিকে সোমবার শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
এসএস/আরআইপি