মুন্সিগঞ্জে হাজার বছরের প্রাচীন কলস উদ্ধার


প্রকাশিত: ১০:৪৯ এএম, ২৫ মে ২০১৫

মুন্সিগঞ্জ সদর উপজেলার রামপালের দালালপাড়া গ্রামে মাটি কাটার সময় একটি প্রাচীন তামার কলস উদ্ধার করা হয়েছে। রাস্তা উন্নয়নের কাজ করতে গিয়ে মাটি কাটার সময় পাশের গর্ত থেকে সোমবার দুপুরে কলসটি উঠে আসে।

হাতিমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সেলিম মিয়া জানান,কলসটি উদ্ধার করে মুন্সিগঞ্জ থানায় রাখা হয়েছে। এটিকে জেলা প্রশাসকের ট্রেজারিতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. সুফি মুস্তাফিজুর রহমান জানান, এ এলাকাটি প্রায় এক হাজার বছর থেকে ১২` শ বছরের প্রাচীন। আর প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে কলসটিও হাজার বছরের প্রাচীন হবে।

এদিকে, কলসটিকে দেখার জন্য উৎসুক মানুষের ভিড় পড়ে যায়। এক ফুট উচ্চতার এই তামার কলসের ওজন প্রায় পাঁচ কেজি। কলসটিতে দু’টি করা লাগানো রয়েছে।

এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।