নেত্রকোনায় বজ্রপাতে দুই বোনের মৃত্যু


প্রকাশিত: ১১:১৬ এএম, ২৫ মে ২০১৫

নেত্রকোনার কলমাকান্দায় বজ্রপাতে স্কুলছাত্রী দুই বোন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৫ জন। সোমবার বিকেল তিনটায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, কলমাকান্দা উপজেলার হাছনারগাঁও গ্রামের ইব্রাহিম মিয়ার তৃতীয় শ্রেণিতে পড়ুয়া মেয়ে ঝুমা আক্তার (১৩) ও তার চাচাতো বোন কালা মিয়ার মেয়ে মর্জিনা আক্তার (৯) বিকেলে বাড়ির উঠানে খেলা করছিলো। হঠাৎ বৃষ্টির সাথে বজ্রপাত হলে ঘটনাস্থলেই ঝুমা ও মর্জিনা মারা যায়। এসময় একই পরিবারের রোকসানা আক্তার, আকলিমা আক্তার, হাফিজা আক্তার, কল্পনা ও টনি আক্তার নামের আরো ৫ জন গুরুতর আহত হন। আহতদের কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে ।

কলমাকান্দার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশীর আহমদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

কামাল হোসাইন/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।