বান্দরবানে কলেজের দেয়াল নির্মাণে বাঁশের কঞ্চি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ০৬:৩১ এএম, ২০ জুলাই ২০১৭

বান্দরবান সরকারি মহিলা কলেজের বিজ্ঞান ভবনের সম্প্রসারিত অংশের নির্মাণকাজে রডের সঙ্গে বাঁশ দেওয়া হচ্ছে। 

৮১ লাখ টাকা ব্যয়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে কলেজের বিজ্ঞান ভবনের ছাদের নিচের অংশে ঝোলানো দেয়ালে (ড্রপ ওয়াল) রডের সঙ্গে বাঁশ ব্যবহার করছেন নির্মাণ শ্রমিকেরা।

তৃতীয় তলায় ড্রপ ওয়াল তৈরিতে এক সারি রড বসানোর পর আরেক সারিতে বাঁশের কঞ্চি বসানো হচ্ছে বলে জানিয়ে ভবন নির্মাণ কাজের প্রধান মিস্ত্রি আলী হোসেন দাবি করেন। 

তিনি বলেন, ড্রপ ওয়াল ছাদের নিচে ঝুলে থাকবে, সে কারণে দেয়ালটিকে হালকা করার জন্য দুই রডের মাঝখানে বাঁশের কঞ্চি ব্যবহার করছেন তারা। রড ব্যবহার করলে সিমেন্টের ঢালাই বেশি শক্ত হয়। 

Bandarban

ঠিকাদার উজ্জ্বল দাশ ও তাপস কান্তি দাশ বলেন, আমরা এ ব্যাপারে কিছু জানি না। রাজমিস্ত্রি লোহার পরিবর্তে বাঁশ ব্যবহার করছেন বলে সাংবাদিকদের মাধ্যমে জানতে পেরেছি। দেয়ালে রডের পরিবর্তে বাঁশ দেয়ার কোনো সুযোগ নেই। রাজমিস্ত্রি নিজের সুবিধার জন্য এমনটি করতে পারেন। 

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ প্রদীপ বড়ুয়া বলেন, বিজ্ঞান ভবনের ড্রপ ওয়ালে বাঁশ ব্যবহারের বিষয়টি তার কানে এসেছে। তিনি সেটি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রকৌশলীদের জানিয়েছেন।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবদুল আজিজ বলেন, বাঁশের কঞ্চি ব্যবহারের বিষয়টি তার জানা নেই। সাংবাদিকদের মাধ্যমে রডের বিষয়টি জানার সঙ্গে সঙ্গে কাজটি বন্ধ করে দেওয়া হয়েছে।

সৈকত দাশ/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।