ঝিনাইদহে ৮৩ লাখ টাকার মাদক ধ্বংস
ঝিনাইদহ ৫৮-বিজিবির একাধিক অভিযানে উদ্ধারকৃত প্রায় ৮৩ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মহেশপুর উপজেলার খালিশপুরে বিজিবির হেডকোয়ার্টারে এসব মাদক ধ্বংস করা হয়।
ধ্বংসকৃত মাদকের মধ্যে রয়েছে ৫ হাজার ৬০ বোতল ভারতীয় ফেনসিডিল, ৪ হাজার ১৩৭ বোতল ভারতীয় মদ ও ১৭ কেজি ৬০০ গ্রাম গাঁজা। যার মূল্যে ৮২ লাখ ৯১ হাজার ১০০ টাকা।
এ সময় মাদকদ্রব্য ধ্বংসকরণ ও মাদকবিরোধী প্রচারণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিয়ন কমান্ডার অতিরিক্ত মহাপরিচালক জেনারেল কাজী তৌফিকুল ইসলাম, পিএসসি, ঝিনাইদহ জেলা প্রশাসক জাকির হোসেন ও প্রেসক্লাবের সভাপতি এম রায়হান।
এছাড়া উপস্থিত ছিলেন বিজিবির কুষ্টিয়া সেক্টর কমান্ডার উপ-মহাপরিচালক কর্নেল আবু সাইদ আল মসউদ, দক্ষিণ-পশ্চিম রিজিয়নের পরিচালক লে.কর্নেল আহমেদ জুনাইদ আলম খান, ৫৮-বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক জিল্লুর রহমান, ৫৮-বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর মো. জসিম উদ্দিন, ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ ও মহেশপুর নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসলিমা আক্তার প্রমুখ।
আহমেদ নাসিম আনসারী/এএম/জেআইএম