জয়পুরহাটে বিদ্যুৎস্পষ্টে শ্রমিক নিহত : পিডিবি অফিসে ভাঙচুর


প্রকাশিত: ০৮:২০ পিএম, ২৫ মে ২০১৫

জয়পুরহাটে কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যাওয়া বিদ্যুৎ লাইন মেরামতের সময় লতিফুর নামে এক শ্রমিক নিহত হয়েছেন। সোমবার বুলুপাড়া এলাকায় বিদ্যুৎ লাইন মেরামত করার সময় হঠাৎ করে পিডিবি অফিস থেকে বিদ্যুৎ সংযোগ দিলে তিনিসহ তিন শ্রমিক গুরুতর আহত হন।  

আহত শ্রমিকদের জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে ঝলসে যাওয়া লতিফুর রহমান নামে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

নিহত লতিফুর জয়পুরহাট সদর উপজেলার তেরগাতী গ্রামের আয়েজ উদ্দিনের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বিদ্যুৎ অফিসের গাফলতির কারনে বিদ্যুৎ শ্রমিক আহত হন, পরে তার মৃত্যু হয়। এই খবরে ওই এলাকার উত্তেজিত জনতা স্থানীয় পিডিবি অফিসে হামলা চালিয়ে ভাঙচুর ও মারপিট করে। উত্তেজিত জনতার হামলায় পিডিবি অফিসের দুই নিরাপত্তা কর্মীও আহত হন।

জয়পুরহাট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আবাসিক প্রকৌশলী ফরিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, এ ব্যপারে খবর শুনেছি, তবে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।

রাশেদুজ্জামান/একে  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।