সিদ্ধিরগঞ্জে গার্মেন্ট মালিক-শ্রমিক সংঘর্ষে আহত ১৫
নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে একটি গার্মেন্ট কারখানায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মালিক-শ্রমিক পক্ষের লোকজনের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কারখানার পিএমসহ উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ সময় উভয়পক্ষের মধ্যে উত্তেজনা দেখা যায়।
বুধবার সকালে বৃষ্টির কারণে আধাঘণ্টা বিলম্বে কারখানায় হাজির হওয়ার পর তাদের ঢুকতে বাধা প্রদান করায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন, কারখানার উৎপাদন ব্যবস্থাপক (পিএম) মুনমুন ও সাহাবউদ্দিন, ফ্লোর ইনচার্জ মাসুদ, সিকিউরিটি গার্ড মিরাজ ও আবুল হোসেন, গাড়ি চালক অলিউল্ল্যাহ, শ্রমিক ইদ্রিছ আলী, বাদল, রোজিনা, নার্গিম ও আখি আক্তার প্রমুখ। তাদেরকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
সিদ্ধিরগঞ্জে সাইলো রানস অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকেরা জানান, তাদের কারখানায় প্রায় ১ হাজার শ্রমিক কাজ করেন। বুধবার সকালে বৃষ্টির কারণে অনেক শ্রমিক নির্ধারিত সময়ে কারখানায় ঢুকতে পারেনি। সকাল ৯টার দিকে বৃষ্টি থামার পর অনেক শ্রমিক ঢুকতে চাইলে কারখানার প্রহরী ও অন্যরা বাধা দিলে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় অন্তত ১৫ জন আহত হন।
পরে কারখানার শ্রমিকেরা উৎপাদন বন্ধ রেখে সিদ্ধিরগঞ্জের হিরাঝিলস্থ বাংলাদেশ গার্মেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশন অফিসের সামনে বিক্ষোভ দেখায়।
এ ব্যাপারে শিল্প পুলিশ-৪ এর পুলিশ সুপার (এসপি) মাহবুবুল আলম জাগো নিউজকে জানান, কয়েকজন শ্রমিক দেরি করে আসার কারণে তাদের অনুপস্থিত করায় অন্য শ্রমিকরাও ক্ষুব্ধ হয়ে কারখানার লোকজনদের সঙ্গে সংঘর্ষে জড়ায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। তবে তুচ্ছ বিষয়ে এমন ঘটনার সৃষ্টি হওয়াটা দুঃখজনক।
শাহাদাৎ হোসেন/এআরএ/আরআই