পদ্মা সেতুর পাইলিং কাজ শুরু হবে অক্টোবরে : সেতুমন্ত্রী


প্রকাশিত: ০১:২১ পিএম, ২৭ মে ২০১৫
ফাইল ছবি

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতুর মূল পাইলিংয়ের জন্য ২ হাজার ৪শ টন ধারণক্ষমতার হ্যামার এখন পদ্মা পারে। আগামী ১ জুলাই থেকে পদ্মা সেতুর কাজে হ্যামারটি ব্যবহার শুরু হবে। সেতুর মূল পাইলিং কাজ শুরু হবে অক্টোবরে।

বুধবার বিকেলে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়ায় পদ্মা সেতু এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, পদ্মা সেতুর কাজ দ্রুত এগিয়ে চলছে। নির্ধারিত সময়েই কাজ শেষ হবে। এ সময় স্থানীয় প্রশাসনসহ পদ্মা সেতুর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে মন্ত্রী পদ্মা সেতুর কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর করেন।

এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।