মধুখালীতে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৬:০১ পিএম, ২৮ জুলাই ২০১৭
প্রতীকী ছবি

ফরিদপুরের মধুখালী উপজেলার কাজীর রাস্তা নামক স্থানে বাস-মাইক্রোবাস সংঘর্ষে তিনজন নিহত ও পাঁচজন অাহত হয়েছে।
নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।

শুক্রবার রাত পৌনে ১১টার দিকে এ সড়ক দুর্ঘটনা ঘটে। অাহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল অামিন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালীর কাজীর রাস্তা নামক স্থানে ঢাকাগামী শ্যামলী পরিবহনের সঙ্গে যশোরগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় তিনজন নিহত ও পাঁচজন অাহত হয়েছে। নিহতরা সকলে মাইক্রোবাস যাত্রী’।

এসএম তরুণ/জেডএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।