মধুখালীতে মৃত্যুর মিছিলে আরও এক প্রাণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৬:৪৬ এএম, ২৯ জুলাই ২০১৭

ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালী উপজেলার কাজীর রাস্তা নামক স্থানে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আহত আরো একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতের এ ঘটনায় এখন পর্যন্ত মোট ৬ জনের মৃত্যু হয়েছে।

নিহতারা হলেন, নামজুল হোসেন (২০), আ. করিম (৫৫), আসিফা রহমান(১৮), খায়রুন নেসা বেগম (৩৮), মাইক্রোবাস চালক আনিসুর রহমান (২২) ও মাইক্রোবাস চালকের সহকারী জাহিদ হাসান (১৯)। নিহতরা সকলে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। এই দুঘর্টনায় আবুল খায়ের ও সাইফুদ্দিন আরো দুজন আহত রয়েছেন।

আহত আবুল খায়ের বলেন, খায়রুন নেসা দীর্ঘদিন ওমানে ছিলেন। তাকে আনতে আমরা সবাই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়েছিলেম। শুক্রবার ঢাকা থেকে সাতক্ষীরায় ফেরার পথেই এ দুর্ঘটনা ঘটে।

মধুখালী থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা মো. রুহুল আমিন জানান, ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী উপজেলার কাজিররাস্তা নামক স্থানে বেনাপোল থেকে চট্টগ্রামগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের (ঢাকা মেট্রো-ব ১৫-২১০২) সঙ্গে অপরদিক থেকে আসা একটি মাইক্রোবাসের (ঢাকা মেট্রো-চ ১১-২৩৬৮) মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক অাবুল কালাম অাজাদ জানান, শুক্রবার মধুখালীর সড়ক দুর্ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো তিনজনের মৃত্যু হয়েছে।

তরুন/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।